ফজলুল বারী।। একাত্তরের তালিকা ভুক্ত রাজাকার মারা গেল মুক্তিযোদ্ধা পরিচয়ে ! ২৬ জুলাই মারা যাবার পর তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে।
ফেনীর আলাউদ্দিন নাসিমের বাপ একাত্তরের রাজাকার ছিল। ২০১৩ সালে তার নাম মুক্তিযোদ্ধা তালিকায় ঢোকানো হয়। ২৬ জুলাই রবিবার মারা গেছে এই মুক্তিযোদ্ধা নাধধারী রাজাকার। এরপর তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে দাফন করা হয়েছে! এই রাজাকারের নাম নাম-সালাউদ্দিন চৌধুরী, পিতা – পজির উদ্দিন আহমেদ চৌধুরী, গ্রামঃ উত্তর গুথুমা, উপজেলা – পশুরাম, জেলা – ফেনী।
১৯৭১ সালের ২০ আগষ্ট ফেনী মহকুমা পিস কমিটির চেয়ারম্যান প্রকাশিত ০৯ সদস্য বিশিষ্ট পাকিস্তান বাহিনীর সহযোগীদের অর্থাৎ রাজাকারদের তালিকায় সাত নম্বর নামটি সালাউদ্দিন চৌধুরীর।
কালের বিবর্তনে ৪২ বছরের ব্যবধানে এই রাজাকার তালিকা ভুক্ত ব্যক্তি হয়ে যায় সরকারের গেজেট ভুক্ত বীর মুক্তিযোদ্ধা! যার গেজেট নং – ২৩৬১, প্রকাশের তারিখঃ ০৮/০৪/২০১৩ ইং।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাক্ষরিত কপি ও ৩ টি অভিযোগের তদন্ত নোটিশ এর কপি সহ সকল তথ্য উপাত্তের ছবি এখানে সংযুক্ত করা হল। এই তদন্তের নির্দেশ ফেনীতে ধামাচাপা দেয়ানো হয়।
এই অপকর্মটি যে বা যারা করেছে তারা ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে। বিশ্বাস ঘাতকতা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সঙ্গে ।