করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২০ নিয়ে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় রোহিঙ্গাদের ভাসান চরে পাঠাতে সরকারের সিদ্ধান্ত বহাল রয়েছে বলেও জানান তিনি। বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ দিতে চীন যুক্তরাষ্ট্রসহ সব বন্ধু রাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। নিউজ-২৪