নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১০ নবেম্বর।
মঙ্গলবার রাত আটটার দিকে কেশবপুরের পাঁজিয়া সড়কে দূর্বৃত্তের হাতে আবু সাঈদ নামে এক ব্যক্তি খুন হয়েছে। খুনিরা তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে খুন করে ফেলে যায়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীন উদ্দীন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করছেন।
থানার ওসি জানান, মঙ্গলবার রাতে পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি কমলাপুর এলাকায় উপজেলার কন্দর্পপুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে আবু সাঈদকে (৪২) দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে। হত্যার কারন বা হত্যার সাথে জড়িতে কারা তা উদঘাটন করা যায়নি।
এলাকাবাসী জানিয়েছে, আবু সাঈদ একজন ভ্যান চালক। হত্যাকারীরা তার মটরভ্যানটি নিয়ে গেছে। তবে ওসি বলেছেন, সে একজন পুরনো লোহা-লক্কর ব্যবসায়ী।