প্রতিনিধি।। কেশবপুরে রোগ যন্ত্রনা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে জরিনা খাতুন নামেন এক গ্রহবধুর। পুলিশ লাশ উদ্ধার করেছে। আত্মহত্যার ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী জরিনা খাতুন (৪৫) রোগ যন্ত্রনা সইতে না পেরে রবিবার বিকেলে নিজের বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরিবার লোকজন জানায়, জরিনা খাতুন বেশ কিছু দিন ধরে ডান পাশের চোখের টিউমার ও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।-আ,র।