বুধবার কেশবপুরের পল্লীতে শারিরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমেন (৩৭) নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ির পাশেই ধর্ষণ করা হয়। থানার ওসি জসীম উদ্দিন জানান, ধর্ষককে গ্রেফতার করে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের প্রতিবন্ধি ওই কিশোরী সন্ধার পর বাড়ির পাশে নিজেদের গাছের তাল কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত আরশাদ সরদারের ছেলে আব্দুল মোমেন ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে রাতেই প্রতিবন্ধি কিশোরী তাকে ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে
জানায়। রাত প্রায় ২ টার দিকে ওই কিশোরীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে বুধবার সকালে কেশবপুর থানার উপ-পরিদর্শক সুপ্রভাত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মোমেনকে আটক করে
থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার যশোর সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর
হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল মোমেন নামের ওই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।