সোমবার রাতে কেশবপুরে এক মুক্তিযোদ্ধার ডিসকভার মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাত্রপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সোমবার রাতে তার বসত বাড়ির রান্না ঘরের বারান্দায় মটর সাইকেলটি রেখে ঘরে ঘুমিয়ে পড়েন।
মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মটর সাইকেলটি ওই স্থানে নেই। অজ্ঞাতনামা চোরেরা ওই রাতে চুরি করে নিয়ে গেছে।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, সোমবার রাতে তার নিজ ব্যবহৃত ডিসকভার মটর সাইকেল রান্না ঘরের বারান্দা থেকে চোরেরা চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার তিনি বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। -মশিয়ার রহমান।