শনিবার সকালে কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে মশিয়ার রহমান সরদারের ছেলে নাঈম (২) নামের এক শিশু মাছের ঘেরের পানিতে ডুমি মারা গেছে। সকাল ৭ টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় তার মা পানি থেকে উঠিয়েছে বলে জানিয়েছেন ওই পরিবারের সদস্য আব্দুল গফুর সরদার। এ ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মশিয়ার রহমান সরদার মাতা শিরিনা বেগমের ছেলে সন্তান নাঈম (২) প্রতিদিনের ন্যায় খেলা করতে থাকে। মা শিরিনা বেগম উঠান ঝাড়ু দিচ্ছিলেন। কিছু সময় পর নাঈমকে কোথাও না পাওয়ায় খোজা খুজির এক পর্যায়ে বাড়ির পিছনে টুটুল সরদারের মৎস্য ঘেরে তলাশ করনে। ঘেরের পানির নিচ থেকে শিশু নাঈমের লাশ উদ্ধার করা হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে মা শিশু সন্তানকে বারবার ডাকছেন আর মুছলিয়ে যাচ্ছেন। কিছু বলতে পারছেন না। বাবা হতবাগ হয়ে গেছেন। পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।–সোহেল পারভেজ।