সংবাদদাতা।। কেশবপুর – চুকনগর মেইন সড়কে ২৩ মাইল নামক স্থানে বেহাল অবস্থা। ছবিরমত ভুগান্তির দৃশ্য প্রতি দিন দুই তিন বার চোখে পড়ছে বলে জানান স্থানীয়রা। আজ সকাল বাঁশ ভর্তি একটা ট্রাক আটকে যায়। ফলে সড়কের দুই পাশে গাড়ি থেকে যায়, শতশত যাত্রীর ভুগান্তিতে পড়ে। গতকাল সকাল ও বিকালে দুইটা গাড়ি এ স্থানে আটকে থাকতে দেখা যায়। গত ৪-৫ দিন ধরে রাস্তাটির এ বেহাল অবস্থা। এটি যশোর সাতক্ষীরা মেইন সড়ক। প্রতিদিন শতশত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে।
স্থানীয়রা বলে কিছু ইট সুড়কি এই স্থানে ফেলে দিলে এ ভোগান্তি কমতো। কিন্তু দেখার কেউ নেই? মেহেদী হাসান নামে এক ট্রাক মালিক জানা তার ট্রাকে উক্ত স্থানে পার হওয়ার সময় গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের দাবি কেশবপুর চুকনগর সড়কের ২৩ মাইল নামক স্থানের এ অতিগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের।