প্রতিনিধি ॥ কেশবপুর পৌর আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধায় পৌর শহরের ৭ নং ওয়ার্ডের হাবাসপোল ব্রিজের মাথা প্রাঙ্গনে এ সভায় মুক্তিযোদ্ধা আমির আলী সভাপতিত্ব করেন। কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে গণমানুষের দোরগোড়ায় পৌছিয়ে দেয়ার জন্য ও স্থানীয় এমপি শাহীন চাকলাদারের হাতকে শক্তিশালী করতে এ কর্মীসভার আয়োজন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাসার খান, যুবলীগ নেতা স্বপন বিশ্বাস, শিক্ষক সিরাজুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ,বিল্লাল গাজী, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সৈয়দ মোড়ল, রশিদ খা, পলাশ মোল্লা ও আহাদ আলী প্রমুখ।
