ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনা, যশোরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের সময় পিছনের তিনটা বগি লাইনচ্যুত হয়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘লাইনচ্যুত তিনটি বগি রেখে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।’