শামীম আখতার, খুলনা।। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ” মুজিববর্ষ ” উপলক্ষে গ্রিন বেল্ট ফেইজ-২প্রকল্পের আওতায় ১৯ লক্ষ ২০ হাজার গাছের চারা খুুলনা মহানগর ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম. সিরাজুদ্দোহা, খুলনা মহানগরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠান শেষে সুযোগ্য জেলা প্রশাসক আগত অতিথিদের নিয়ে খুলনা সার্কিট হাউজ ও মহানগরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।