শামীম আখতার।। খুলনা জেলার ডিবি পুলিশ পাইকগাছা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশ পাইকগাছা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
খুলনা জেলা গোয়েন্দা শাখা কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা জেলা ডিবি শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় সংগীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে,সোমবার রাতে পাইকগাছা থানার কালুয়া দক্ষিন পাড়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সত্যরঞ্জন মন্ডলের বাড়ীর সামনে (পাইকগাছা টু কয়রাগামী) পাঁকা রাস্তার উপর থেকে হরিয়ানগর (হড্ডি) গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে অহিদুল ইসলাম গাজীকে (৩৮) গ্রেফতার করে। ওই সময় তার ডান হাতে থাকা সাদা রংয়ের ছোট শপিং ব্যাগের মধ্যে থেকে কালো কসটেপ সহকারে বাঁশ পাতার কাগজে মোড়ানো ৪’শত গ্রাম গাঁজা ব্যবহৃত STYLUS E35 মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
এব্যাপারে খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তাকে হাতেনাতেই গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। খুলনা জেলার সুযোগ্য সুপারের নির্দেশনায় মাদকমুক্ত খুলনা জেলা গড়ার লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।