কেশবপুর প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী। প্রধান অতিথির বক্তৃতা করেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, উপদেষ্টা রনজিৎ, মাষ্টার ওয়াজেদ আলী, নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক শামীম আক্তার মুকুল।
অন্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, মনোহরনগর পূরবী খেলাঘর আসরের সভাপতি পার্থ সারথী সরকার, স্বাগতম খেলাঘর আসরের সভাপতি আবু হুরাইরা রাসেল, খেলাঘরের সদস্য পূজা পাল, রওনক হাসান রাজু প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সমন্বয়ে কেক কেটা হয়।