কেশবপুর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করতে এবং সকল ভোটাররা যাতে তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে শনিবার পুলিশের এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিক হয়েছে।
কেশবপুর পৌরসভায় নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সার্বিক আইন-শৃংখলা স্বাভাবিক রাখাসহ নিরাপত্তা নিশ্চিতে জন্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম নির্দেশনা মোতাবেক শনিবার কেশবপুর গালর্স স্কুল মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার “খ’’ সার্কেল জেলা বিশেষ শাখা জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ অপু সরোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ‘‘নাভারণ’’ সার্কেল জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ‘‘মনিরামপুর’’ সার্কেল সোয়েব আহমেদ খান এবং কেশবপুর থানার ওসি মোঃ জসীম উদ্দীন।