ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের কোনও নাগরিক সৌদি আরবে গিয়ে সাংবাদিকতা (Journalism) করতে পারবে না। একথা এবার সাফ জানিয়ে দিয়েছে সৌদি সরকার।
রিয়াধের বাংলাদেশ দূতাবাস সৌদি সরকারের কড়া অবস্থানের বিষয়টি জরুরি ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিদের নজরে আনতে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব প্রবাসী বাংলাদেশি অভিবাসীদের জানানো হচ্ছে, কোনও কোনও বাংলাদেশি নাগরিক সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিক-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সৌদি প্রশাসনের নজরে এসেছে।
এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের কঠোর মনোভাবের বিষয়টি অবহিত করতে গত ২৬ জুলাই সে দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় সৌদি বিদেশ মন্ত্রকে।
সৌদি বিদেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত তামিম বিন মাজেদ আল দোসারির নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক, অভিবাসন দপ্তর ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিদলের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়।
সেখানেই জানানো হয়, বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা এ ধরনের অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা সম্পূর্ণ বেআইনি। সূত্র–সংবাদ প্রতিদিন।