সাজেদ রহমান, সিনিয়র সাংবাদিক।। ভারতের বাংলা সিনেমার পর্দা কাপানো সন্ধ্যা রায়ের বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। যদিও তাঁর জন্ম (১৯৪৬) পশ্চিমবঙ্গের নবদ্বীপে মাতুলালয়ে।
তিনি ৭ বছর বয়সে তাঁর বাবাকে এবং ৯ বছর বয়সে তাঁর মাকে হারান। তাই শিক্ষালাভে বিঘ্নঘটে। তার মা-বাবা মৃত্যুর পর তিনি তার মামার কাছে চলে যান এবং বিদ্যালয়ে ভর্তি হন।
১৯৫৭ সালে, তিনি আবার ভারতে ফিরে যান। কলকাতায় আত্নীয় স্বজনের নিটক বসবাস করতে থাকেন। প্রথম ছবি ‘অন্তরীক্ষ’। নায়িকা হিসাবে ‘মায়ামৃগ’ যার কাহিনীকার যশোরের লেখক নিহাররঞ্জন গুপ্ত। তিনি উত্তমের সাথে ‘তিন অধ্যায়’ ভ্রান্তি বিলাস’ সূর্যতপা’ ‘রাজা সাহেব’ ছবিতে অভিনয় করেন। ১৯৬৭ সালে খ্যাতনামা পরিচালক তরুন মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিজিট করুন
প্লাস্টিক সার্জারি করিয়ে স্তন ও শরীরের গঠন ঠিক করুন : পিগিকে পরিচালক