শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
প্রধানমন্ত্রী বলেন, আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।
————
news :
https://www.bd-pratidin.com/national/2020/07/31/553382
————
news photo :
Abm Aktaruzzaman
————-
31 – 07 – 2020
Yeasin Kabir joy