যশোরে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ চারুবালা কর-এর মৃত্যু বার্ষিকী ছিল আজ। একাত্তরের ৩ মার্চ শহীদ হয়েছিলেন তিনি। আমরা তাঁকে ভুলতে বসেছিলাম। ধন্যবাদ দিপঙ্কর দাস রতনকে। তিনি চারুবালা কর-এর মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান করে আজ বুধবার তাঁকে স্মরণ করলেন।
নতুন প্রজন্ম জানলেন চারুবালা করকে। দরিদ্র এবং অস্বচ্ছল হওয়ায় তাঁকে যশোরবাসী স্মরণ করতেন না। অথচ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে চারুবালা করকে জানত হবে। তাঁর মৃত্যুর পর যশোরবাসী জেগে ছিল। তাঁর শবযাত্রায় লাখো মানুষ অংশ গ্রহণ করেছিল। তাঁর মৃত্যু আমাদের স্বাধীনতার আন্দোলনকে বেগবান করেছিল।-সাজেদ রহমান, সিনিয়র সাংবাদিক।
শহীদ চারুবালা কর-এর নামে একটি সড়কের নাম করা হোক