বৃহস্পতিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৷ টিকা নেওয়ার পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘একটা শ্রেণি টিকা নিয়ে অপপ্রচার করছে৷ আমি টিকার নেওয়ার পরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি, কোনো সমস্যা হচ্ছে না৷”
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেশে আসার আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে ৷ সেই প্রসঙ্গ টেনে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পলক বলেন, ‘‘অনেকের ভেতরে যে প্রশ্ন ছিল রাজনীতিবিদরা কেন টিকা নিচ্ছে না, সেই জায়গা থেকেই গতকাল আমি সিদ্ধান্ত নিয়েছি টিকা নেব৷ যে ধরনের অপপ্রচার সোশাল মিডিয়ায় ষড়যন্ত্রকারী এবং দেশবিরোধীরা করছে, তাতে কেউ যেন কান না দেয় সেজন্য আমি মিডিয়ার সামনে টিকা নিয়েছি ৷ টিকা নিরাপদ ৷ সবাই নির্ভয়ে টিকা দিন৷”
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বুধবার বিকালে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয় বাংলাদেশে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রথম পাঁচজনকে টিকা দেওয়া দেখেন৷ প্রথম দিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়৷
বাংলাদেশে এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী প্রথম দফায় ঢাকার পাঁচটি হাসপাতালে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির উপর এ ভ্যাকসিন প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে৷ সব ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ৷
করোনাভাইরাসের টিকা পেতে আগ্রহী সবাইকেই নিবন্ধন করতে হবে ৷ সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে অথবা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে ৷ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘‘জাতীয় পরিচয়পত্রের নম্বরের সাথে সার্ভারে সংরক্ষিত তথ্য না মিললে আবেদন গ্রহণ করা হচ্ছে না ৷” সূত্র-(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে
“…জীবন বাজি রেখে আমরা দেশের জন্য কাজ করি এবং আমরা এই ভ্যাকসিনটা নিলাম,” মন্ত্রী পরিষদের একজন কনিষ্ঠ সদস্য জুনায়েদ আহমেদ পলক করোনাভাইরাসের টিকা নেওয়ার পর বিবিসিকে বলছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে: pic.twitter.com/p9pqcI84qb
— BBC News Bangla (@bbcbangla) January 28, 2021
1 thought on “সবাই নির্ভয়ে টিকা দিন আমি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি : পলক”
Comments are closed.