কেশবপুরে হার চয়েজ প্রকল্প দলিতের উদ্যোগে করোনা কালীন সময়ে সুবিধাঞ্চিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে হার চয়েজ প্রকল্প দলিত কার্যালয়ে হার চয়েজ প্রকল্প দলিতের ম্যানেজার নাজমীন নাহারের সভাপতিত্বে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে,কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। এ সময় উপস্থিত ছিলেন,মনিটরিং অফিসার ইসরাত নুযেরী হোসেন,সঞ্জয় বিশ্বাস,প্রকল্প ম্যানেজার নজরুল ইসলাম,হান্না সরকার প্রমুখ।